ভর্তি পরীক্ষা ২০১১-১২ শিক্ষাবর্ষের সকল তথ্য

চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষা আগামী ২৬
নভেম্বর থেকে শুরু হবেচলবে ১ ডিসেম্বর পর্যন্তভর্তির জন্য আবেদনের সময়সীমা
আগামী ৫ সেপ্টেম্বর থেকে ১০অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছেগতবারের মতো এবার
ও মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে আবেদন করা যাবে

বিশ্ববিদ্যালয়ের
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (একাডেমিক শাখা) ও ভর্তি কমিটির সচিব আ.ক.ম ফজলুল হক পাশা
সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়

চবিতে
৮টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবেইউনিট ভিত্তিক প্রত্যেকটি পরীক্ষায়
১০০ নম্বরের ১০০ টি এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য সময় দেয়া হবে ১ ঘন্টাএবার
প্রথমবারের মত প্রতি ভূল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে

ভর্তি
পরীক্ষা আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান অনুষদের (এ ইউনিট) এবং বিকাল
আড়াইটায় বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের (এফ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে
এছাড়াও
আগামী ২৭ নভেম্বর  রোববার সকালে জীববিজ্ঞান
(
এইচ১- ৩ ইউনিট) অনুষদ ও বিকালে সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের (জি ইউনিট) ভর্তি
পরীক্ষা এবং ২৮ নভেম্বর  সকালে ব্যবসায়
প্রশাসন অনুষদের  পরীক্ষার্থীদের মধ্যে
ব্যবসায় শিক্ষা (সি১) গ্রুপভূক্তদের পরীক্ষা
আর বিকেলে বিজ্ঞান ও মানবিক (সি২,সি৩ ) গ্রুপভূক্তদের পরীক্ষা হবে

এদিকে
২৯ নভেম্বর সকালে কলা ও মানববিদ্যা অনুষদের (বি১ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে







অন্যদিকে
৩০ নভেম্বর সকালে সমাজ বিজ্ঞান (ডি১, ডি২ ও ডি৩) অনুষদ ও বিকালে কলা ও মানববিদ্যা
অনুষদভূক্ত (বি২-বি৫) চারুকলা, নাট্যকলা,আরবী ও ইসলামিক স্টাডিজ এবং প্রাচ্যভাষায়
ভর্তিচ্ছুদের পরীক্ষা এবং শেষ দিন ১ ডিসেম্বর সকালে আইন অনুষদের (ই ইউনিট) ভর্তিচ্ছুদের
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

যে
ভাবে আবেদন করা যাবে:
যেকোন
টেলিটক মোবাইলে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদন
করতে হবে

এজন্য
টেলিটকের প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে CU > এইচএসসি
শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর > এইচএসসি পরীক্ষার রোল নম্বর >
এইচএসসি পাশের সাল > এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর > এসএসসি
পরীক্ষার রোল নম্বর > এসএসসি পাশের সাল > A (কাঙ্খিত ইউনিটের কী-ওর্য়াড) লিখে ১৬২২২ নম্বরে
এসএমএস করতে হবে

এক্ষেত্রে
ভর্তির আবেদন ফরমের জন্য ৪০০  টাকা কাটা ছাড়াও
সার্ভিস চার্জ  কেটে রাখা হবেপরবর্তীতে আবেদনের
সময়সীমা শেষ হওয়ার ৭ দিন পর পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে
প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশ গ্রহন করতে হবেএকবার এসএমএস করে আবেদন করলে
পরবর্তীতে তা প্রত্যাহার করা যাবেনা

এসএমএস
পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও
একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবেতখন ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে
সম্মতি জানাতে হবে

সম্মতি
জানাতে প্রথমে CU> YES>গোপন নম্বর > আবেদনকারীর মোবাইল নম্বর > ১৬২২২
নম্বরে এসএমএস করতে হবে

পরীক্ষার্থীর
যোগ্যতা : পরীক্ষা দেয়ার ন্যূনতম যোগ্যতা হল ’, ‘জিএইচইউনিটে এসএসসি,
দাখিল বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া ন্যুনতম জিপিএ ৭ পয়েন্ট, কোন পরীক্ষায়
৩ পয়েন্টর নিচে নয়




সি
ইউনিটের জন্য শিক্ষার্থীদের চতুর্থ বিষয় বাদে জিপিএ ৭ দশমিক ৫০ পয়েন্ট আর কোন
পরীক্ষাতেই ৩.৫০ এর নিচে নয়

এছাড়াও
বিডিইউনিটে জিপিএ ৬.০০ পয়েন্ট, ‘ইউনিট জিপিএ ৬.৫০ পয়েন্ট এবং কোন
পরীক্ষায় ৩.০০ পয়েন্টের নিচে নয়

এছাড়া
এফ ইউনিট জিপিএ-৭.৫০ পয়েন্ট এবং কোন পরীক্ষাতেই ৩.৫০ এর নিচে নয়

শুধুমাত্র
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তিচ্ছুদের চূড়ান্ত মেধা তালিকা তৈরী
করা হবে

ভর্তি
পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd)-তে
পাওয়া যাবেএছাড়াও  যে কোন প্রয়োজনে হেলপ
লাইনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিম্নের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা
হচ্ছে-
এ ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৫, বি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৬, সি
ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৭, ডি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৮, ই ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৯, এফ
ইউনিট-০১৫৫৫৫৫৫১৪০জি ইউনিট-০১৫৫৫৫৫৫১৪১,
এইচ ইউনিট-০১৫৫৫৫৫৫১৪২
ই-মেইল-dracademiccu@yahoo.com.

ঈদের ছুটি শুরু


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঈদ উপলক্ষ্যে এক মাসের ছুটি শুরু মঙ্গলবার ১৬ আগষ্ট থেকে শুরু হয়ে আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে
গত বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (একাডেমিক শাখা) আ.ক.ম ফজলুল হক পাশার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, শব-ই-ক্বদর এবং জন্মাষ্টমী উপলক্ষে উল্লেখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে